বুধবার, ১৯ জুন, ২০১৯, ০৩:৩৭:১৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হলে বেশি ক্ষতি হবে যাদের

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হলে বেশি ক্ষতি হবে যাদের

স্পোর্টস ডেস্ক: চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে গতকাল বৃহস্পতিবার নটিংহ্যামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ চার নিশ্চিতের লড়াইয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে আজ অনুশীলনে নামবে বাংলাদেশ।

কিন্তু বৃষ্টির বাঁধায় শেষ পর্যন্ত অনুশীলন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও নটিংহ্যামের পরিস্থিতি নিয়ে আগেই আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন বৃষ্টি হানা দিবে। আর সেটা পুরোপুরি মিলে গেছে।
জানা গেছে, আজ বুধবার সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি। কখনো সেটা থামছে তো আবার শুরু হচ্ছে।

এছাড়া আগামীকাল ম্যাচের দিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা আর রাত আকাশের একটা অংশ মেঘাচ্ছন্ন থাকবে। এর মধ্যে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩১ শতাংশ।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার আদৌ যদি বৃষ্টি হয় সে ক্ষেত্রে বিপাকে পড়বে বাংলাদেশ। কারণ পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া দুইয়ে থাকায় তাদের খুব বেশি সমস্যা হবে না। কিন্তু পারতপক্ষে সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে। কারণ ম্যাচ বাংলাদেশের জন্য ডু অর ডাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে