বুধবার, ১৯ জুন, ২০১৯, ০৯:২০:৫৪

দয়া করে কেউ গালি দেবেন না: মোহাম্মদ আমির

দয়া করে কেউ গালি দেবেন না: মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক: চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতের সঙ্গে লজ্জার হারে টালমাটাল পাকিস্তান ক্রিকেট। দেশটির বেশ কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যমে খবর, ড্রেসিং রুমে দলাদলি চলছে। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ইমাদ ওয়াসিম আর অন্য গ্রুপ ওঠবস করছে পেসার মোহাম্মাদ আমিরের কথায়। আর এ নিয়ে দলের অধিনায়ক সরফরাজের বেহাল অবস্থা।

এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের বড় হারে এমনিতেই বেশ বিপাকে পাকিস্তান দল। ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে যা প্রশংসা কুড়িয়েছিল তার সবটাই এখন বিস্মৃত। ভারতের সঙ্গে কোনো প্রতিরোধ না গড়েই স্রেফ উড়ে যাওয়াকে পাকিস্তানি সমর্থকেরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

এর জন্য প্রতিনিয়তই পাকিস্তানকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন অনেকে। কেউ কেউ যখনই সুযোগ পাচ্ছেন উল্টো-পাল্টা কথা বলছেন। কেউ আবার গালাগালিও করছেন। এ বিষয়টিই ভালো লাগেনি মোহাম্মদ আমিরের।

এদিকে খেলোয়াড়দের গালি না দেয়ার জন্য অনুরোধ করেছেন চলতি বিশ্বকাপের সেরা এই পেসার। পাকিস্তানের এ তারকা টুইটারে বলেন, ‘দয়া করে আমাদের ক্রিকেটারদের নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না।’

গত শনিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। বিশ্বকাপে এ নিয়ে ভারতের কাছে সাতবার হেরেছে পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে