বুধবার, ১৯ জুন, ২০১৯, ০৯:৩৯:৫২

ছক্কার রেকর্ডে মরগান নিজেই বিস্মিত

ছক্কার রেকর্ডে মরগান নিজেই বিস্মিত

স্পোর্টস ডেস্ক: দুর্বল আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার ইংল্যান্ড যে জিতবে এ নিয়ে কারোর সংশয় ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৭৯ রান গড়ে সেই আভাসই দিয়েছেন ইংলিশরা। তবে অধিনায়ক ইয়ন মরগান ৭১ বলে ১৪৮ করে আউট হন। ম্যাচে ১৭ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন ইংলিশ এ ব্যাটসম্যান। এর আগে ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা, ক্রিস গেইল ও এবিডি ভিলিয়ার্স ১৫টি করে ছক্কা হাঁকান। 

এই রেকর্ডে ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান বলেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ভাঙ্গা ১৭টি ছক্কা হাকানো তার নিজের প্রত্যাশাকেই ছাড়িয়ে গেছে। 

এমন ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ড অধিনায়ক ক্যারিয়ার সেরা ১৪৮ রানের ইনিংস খেলেছেন। তার এমন ব্যাটিংয়ের সুবাদে মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে ১৫০ রানের এই জয়ের ফলে নেট রান রেটে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে উঠে গেছে টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ড।

ইংল্যান্ড ১৬৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন মরগান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কখনো ভাবিনি এমন একটি ইনিংস খেলতে পারব। যা করেছি তা দেখে আমি নিজেই মুগ্ধ। একটা সময় জস (বাটলার) ও আমার মধ্যে সমানে সমান শট খেলার প্রতিযোগিতা শুরু হয়েছিল। কয়েকটি শট খেলার পর আসলে আমার অন্য কোনো কিছুই করার ছিল না।’

ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমার পরে সে থাকায় আমি ঝুঁকি নিতে শুরু করি। ব্যক্তিগত ২৮ রানে লাইভ পাওয়ার পর আমি এগিয়ে চলা অব্যাহত রাখি।’

এতগুলো ছক্কা হাকানোর অনুভূতি জানতে চাইলে মর্গান বলেন, ‘এটি যেন গলফ বলে আঘাত করার মত। আপনি যদি মনে করেন এটি সোজা যাচ্ছে, তাহলে বলব আপনিই একমাত্র ব্যক্তি, যিনি সে সময়ের অবস্থা জানতে পেরেছেন। এর অনুভূতি খুবই আলাদা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে