বুধবার, ১৯ জুন, ২০১৯, ১১:০১:৫৩

একটু পরেই মাঠে নামছে আর্জেন্টিনা

 একটু পরেই মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: চলতি কোপা মিশন হার দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে অগোছালো ফুটবল খেলা লিওনেল মেসিরা দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরলেও পেরে ওঠেননি কলম্বিয়ার সঙ্গে। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

এদিকে হারের তীক্ত স্মৃতি নিয়েই একটু পরেই প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে মেসিরা। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার এক বছর পর দলকে নিয়ে কোপা আমেরিকাতে।এই এক বছরে আর্জেন্টিনার পরিবর্তন একটাই। নতুন এক দল এসেছে। কিন্তু অভিজ্ঞতা নেই, ২৩ জনের স্কোয়াডে ১৫ জনই জাতীয় দলের হয়ে খেলেছেন ১৫ ম্যাচেরও কম।

এর আগে ‌১৯১৯, ১৯৭৯ এর পর ২০১৯ এ এসে ঘটল এমন ঘটনা। তবে এটা নিয়ে ভাবতে রাজি নয় দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাইতো প্রথম ম্যাচে হারার পরই জানিয়ে দিয়েছিলেন একটি হার নিয়ে বেশি ভাবার সুযোগ নেই। আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই।

এদিকে গ্রুপ বি দল প্যারাগুয়ের ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬তম অবস্থানে আছে। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাওয়া প্যারাগুয়ে দলটা এখন ইতিহাস। এরপর টানা দুই বিশ্বকাপে খেলা হয়নি তাদের।

তবে গত ৮ বছরে চড়াই উৎরাইয়ের প্রায় পুরোটাই দেখা হয়ে গিয়েছে প্যারাগুয়ের। গত বছর কোনো ম্যাচই জেতা হয়নি তাদের। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে শুরু হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে