বুধবার, ১৯ জুন, ২০১৯, ১১:৪৭:২৩

এবার জানা গেল, লিটনকে একাদশে এনে চমক সৃষ্টি করার মূল কৃতিত্ব যার

এবার জানা গেল, লিটনকে একাদশে এনে চমক সৃষ্টি করার মূল কৃতিত্ব যার

স্পোর্টস ডেস্ক : রাজসিক প্রত্যাবর্তন কাকে বলে, সেটিই যেন দেখালেন লিটন দাস। ফর্মে থাকা সত্ত্বেও নিয়মিত ছিলেন না একাদশে। বিশ্বকাপের তিন ম্যাচে ছিলেন দলের বাইরে, চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়াও ঐ ম্যাচের একাদশ সংক্রান্ত পরিকল্পনা পরিস্কারভাবে জানা যায়নি।

তবে পঞ্চম ম্যাচে সুযোগ পেয়ে লিটন একাদশে জায়গা পোক্ত করে ছেড়েছেন। ক্যারিবীয়দের ৩২১ রানের জবাবে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি রান তাড়া করে জয় তুলে নেওয়ার দিনে নায়ক সাকিব আল হাসানের সাথে তিনিও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত।

এবার জানা গেল, লিটনকে একাদশে এনে চমক সৃষ্টি করার মূল কৃতিত্ব বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। তিনিও টিম ম্যানেজমেন্টকে হস্তক্ষেপ করেছিলেন লিটনকে দলে নেওয়ার ব্যাপারে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রায় চারশ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দল করতে পারেনি তিনশ রানও। ক্যারিবীয়দের শক্ত ব্যাটিং লাইনআপের বিপক্ষে বড় রানের মুখে পড়ার হুমকি ছিলই। আর সেই ভাবনা থেকেই লিটনকে একাদশে নেওয়ার সবুজ সংকেত দিয়েছিলেন নাজমুল হাসান। তার এই সিদ্ধান্ত দারুণ কাজে লেগেছে!

বেসরকারি টেলিভিশন একাত্তরকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগেই পরিকল্পনা ছিল, ম্যাচের আগে নিশ্চিত করা হল। দ্বিধা ছিল কাকে নামাবে। আরও খেলোয়াড় আছে। আমরা সবসময় একটা কথা বলে আসছিলাম- যদি ৩০০-র উপর রান করতে হয় তাহলে আমাদের লিটন দাসের মত কাউকে প্রয়োজন।’

লিটনের দলে ফেরায় কপাল পুড়েছে মোহাম্মদ মিঠুনের। তিন ম্যাচ খেলেও ভালো করতে না পারা এই ক্রিকেটারের জন্য একাদশে সুযোগ পাওয়া কঠিনই হয়ে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে