বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ১২:০১:০৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন মাশরাফি

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে আগামীকাল ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ দল। তবে এটা মোটেও সহজ নয়।

এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘যদি একটা বিভাগে ভালো করি, বাকি দুইটাতে না করি তাহলে তাদের বিপক্ষে জেতা সম্ভব না। অস্ট্রেলিয়া যদি ৭০ ভাগ খেলে আমাদের ১০০ ভাগ খেললে তখন সম্ভব হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ১০ ভাগ ভালো খেলে ম্যাচ জেতা কঠিন। কমপক্ষে ব্যবধান থাকতে হবে ৩০ থেকে ৪০ ভাগ। আমাদের এতটাই ভালো খেলতে হবে তাদের বিপক্ষে।’

তিনি আরো বলেন, ‘সাকিব একটা কথা বলেছিল, জন্মগত খেলোয়াড়ের একটা ব্যাপার আছে যেটা অস্ট্রেলিয়ার সাথে আমাদের একাট ফারাক করে দেয়। ওই জায়গাগুলো শারিরীক ও মানসিকভাবে সচেতন থেকে যদি কাভার করা যায়। কেননা এসব ছোটখাটো জিনিসি গুলো ম্যাচ জিতিয়ে দেয়। তিন বিভাগেই আমাদের এগিয়ে থাকতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে