বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ০৯:৩৯:১৪

দুর্বল প্যারাগুয়েকেও হারাতে পারল না আর্জেন্টিনা

দুর্বল প্যারাগুয়েকেও হারাতে পারল না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের কারণে বিদায়ের শঙ্কায় ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে দুর্বল প্যারাগুয়ের বিপক্ষে তাই ঘুড়ে দাড়ানোর জন্যই মাঠে নেমেছিল মেসিরা। কিন্তু ঘুড়ে দাড়ানোর পরিবর্তে আরেকটু হলে হেরেই গিয়েছিল মেসিরা। শেষ পর্যন্ত ম্যাচে ড্র করে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল দলটি। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।

আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার এই ম্যাচে প্রথমে এগিয়ে যায় প্যারাগুয়ে। ম্যাচের ৩৭ মিনিটে রিচার্ড সানচেজের দুর্দান্ত এক গোলে লিড পায় প্যারাগুয়ে এবং এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল আর্জেন্টিনা। অ্যাগুয়েরুর পাস থেকে লাউটারো মার্তিনেজের দুর্দান্ত শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। তবে ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা যায় বল বারপোষ্টে লাগার আগে প্যারাগুয়ের এক তারকার হাতে লাগে। ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে মেসির গোলে সমতায় ফেরে দলটি।

ম্যাচের ৬২ মিনিটে এবার উল্টো পেনাল্টি পায় প্যারাগুয়ে। প্যারাগুয়ের ডার্লিস গনজালেজকে ডিবক্সের ভেতরে ওতামেন্ডি ফাউল করলে পেনাল্টি পায় প্যারাগুয়ে। তবে ডার্লিস গনজালেজের নিজেই নেয়া পেনাল্টি ঝাঁপিয়ে পড়ে আটকে দেন আর্জেন্টিনা গোলকিপার আরমানি। আর তাতে করে বেঁচে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ম্যাচটি ১-১ গোলের সমতাতেই শেষ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে