বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ১০:০৯:১৭

পয়েন্টের শীর্ষে ইংল্যান্ড, দারুণ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ

পয়েন্টের শীর্ষে ইংল্যান্ড, দারুণ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পয়েন্টের শীর্ষে ইংল্যান্ড, দারুণ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্বকাপে চতুর্থ জয় পেল স্বাগতিক ইংল্যান্ড। নিজ মাঠে চলমান দ্বাদশ বিশ্বকাপের ২৫তম ও নিজেদের পঞ্চম ম্যাচে আজ ইংল্যান্ড ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ের ফলে ৫ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ইংল্যান্ড।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সমান ৮ পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে উঠল স্কাগতিক ইংল্যান্ড। আগেই তিন ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ড আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৯৭ রানের বিশাল স্কোর গড়ে। এবারের আসরে এটাই সর্বোচ্চ দলীয় স্কোরের রের্কড। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া অধিনায়ক মরগানের বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করেই ৩৯৭ রানের বিশাল স্কোর গড়ে দলটি। ম্যাচে ১৭টি ছক্কা হাকিয়ে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড গড়েন অধিনায়ক মরগান। ফলে জয়ের জন্য আফিগানিস্তানের সামনে টার্গেট ছিল ৩৯৮ রান। ব্যাট করতে নেমে আফগানিস্তান শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৭ রান করলে ইংল্যান্ড জয় পায় ১৫০ রানে। আর এই রেকর্ড গড়া ম্যাচ জিতেই পয়েন্টের শীর্ষে উঠল দলটি। পক্ষান্তরে এই ম্যাচে হেরে টানা ৫ ম্যাচে জয় শুন্য থাকল আফগানিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে