বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ০১:১৪:৩৯

আমরা জানি সাকিব অনেক বড় হুমকি: অ্যালেক্স ক্যারি

আমরা জানি সাকিব অনেক বড় হুমকি: অ্যালেক্স ক্যারি

স্পোর্টস ডেস্ক: আজ বিশ্বকাপের ২৬তম ম্যাচে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিকাল সাড়ে তিনটায় নটিংহ্যামের টেন্টব্রিজে মুখোমুখি হবে দুদল। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পেস আক্রমণের কথা বলেছেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

তবে পেস আক্রমণের কথা বলতে গিয়ে মুশফিকের নাম নিয়ে ফেলেন। অবশ্য তার অঙ্গভঙ্গিতে মনে হলো, তিনি যেন বলতে চাচ্ছিলেন বাঁহাতি মুস্তাফিজুর রহমানের কথা। কিন্তু যেহেতু বাংলাদেশের সঙ্গে এখনো খেলেননি তিনি, তাই ভুল করে মুখে উচ্চারণ করেন মুশফিকের নাম।

ক্যারি বাংলাদেশ দলের বোলারদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের সঙ্গে বোলার বানিয়ে তিনি মুশফিকুর রহিমের নামও বললেন, ‘আমরা তাদের স্পিন আক্রমণের জন্য সেভাবেই প্রস্তুতি নিয়েছি, যেমনটা নিয়েছি পেসারদের জন্যও নিয়েছি। কারণ মুশফিক (!) দুর্দান্ত বোলিং করছে এখন। তাই আমরা তাদের বোলিং আক্রমণ এবং কন্ডিশনের ব্যাপারে সম্যক ধারণা নিয়েই প্রস্তুতি সেরেছি।’

বাংলাদেশের স্পিন নিযে সতর্ক হলেও স্পিন ভীতি নয় জানিয়ে তিনি বলেন, ‘না, আমরা তাদের স্পিনকে ভয় পাচ্ছি না। কারণ সম্ভাব্য সকল কিছুর প্রস্তুতিই নিয়েছি আমরা। আমরা জানি সাকিব অনেক বড় হুমকি। সে বাংলাদেশের হয়ে অনেক কিছুই করেছে এখনো পর্যন্ত। এছাড়া মেহেদিসহ অন্যান্য স্পিনাররাও ভালো করছে।’

এবারের বিশ্বকাপে খেলছেন সাকিব আল হাসান টানা দুটি সেঞ্চুরিসহ দুই ফিফটি করে এখন সর্বোচ্চ রানেরর মালিক। সাকিবকে নিয়ে বেশ চিন্তায় অস্ট্রেলিয়া জানিয়ে ক্যারি বলেন, ‘আমরা খুব করে চাইব সাকিবের উইকেটটা দ্রুত নিতে। কেননা সে দারুণ ছন্দে আছে। লিটন দাসও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ একটি ইনিংস খেলেছে। আমরা তাদের ব্যাটিং লিস্ট অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি, আশা করছি তা অনুযায়ী কাজ করতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে