বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ০১:২০:৫৭

আমরা সাকিবের ওপর নির্ভরশীল নই : মাশরাফি

আমরা সাকিবের ওপর নির্ভরশীল নই : মাশরাফি

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্পর্কে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, টাইগাররা সাকিব আল হাসানের ওপর নির্ভরশীল নয়। খবর ইউএনবি’র।

নটিংহামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মাশরাফি বলেন, তারা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন, তবে এটা সহজ কাজ নয়।

বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিব রান করছে যা দলের জন্য অবশ্যই ভালো। কিন্তু আপনি দেখুন যে অন্যরাও ভালো করছে। মুস্তাফিজুর রহমানও উইকেট পেয়েছে, সাঈফউদ্দিন দ্রুত গেইলের উইকেট তুলে নিয়েছে, আমরা জানি যে সে (গেইল) কি করতে পারে।’

তিনি আরও বলেন, ‘সুতরাং এটা ওয়ান-ম্যান আর্মি নয়, কিন্তু সাকিব দুর্দান্ত খেলছে। সাকিবের সাথে কিছু বোলারও ভালো করছে। সাকিব যেভাবে খেলছে অবশ্যই আমরা তার প্রশংসা করি। আশা করি সে যা করছে তা করে যাবে।’

সাকিব ৩৮৪ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেছেন। মাশরাফি উল্লেখ করেন যে, সাকিবের পারফরম্যান্স দলের অন্য খেলোয়াড়দের মধ্যে ভালো করার সাহস যোগায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাত্র ১টিতে জিতেছে টাইগাররা। যা ১৪ বছর আগের ঘটনা। বর্তমান দলের মাশরাফিই একমাত্র ক্রিকেটার যিনি ওই সময়ে দলে ছিলেন।

বিশ্বকাপে দুই বারের মুখোমুখিতে বাংলাদেশ একটিতেও জয় পায়নি। তবে এবার জয় পেতে মরিয়া টাইগাররা। কিন্তু মাশরাফি বলেন, অজিদের বিপক্ষে জয় পাওয়া সহজ কাজ হবে না।

তিনি বলেন, ‘আমি জানি ড্রেসিং রুমের কয়েকজন খেলোয়াড় বিশ্বাস করেন যে আমরা যে কাউকেই হারাতে পারি, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজটা সহজ হবে না। বিশেষ করে আবহাওয়া এবং তারা যে ফর্মে রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে