০৩:৫৮:৫৫ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে মুখ খুললেন আফগান অধিনায়ক।আজকেই ভারতের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান দল। আর এই ম্যাচেই ভারতের সাথে হাড্ডাহাড্ডী লড়াই করে দলটি। ভারতের বিপক্ষে ১১ রানে হারতে হয় তাদের।
আর এই হারে খুশি নন আফগান অধিনায়ক। জানিয়েছেন যে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান তিনি। এই ব্যাপারে তিনি বলেন ,’ এই ম্যাচটাতে আমি জয়ের আশা করেছিলাম। আমাদের আরো দায়িত্ববান হওয়া উচিত ছিলো। এরপরের ম্যাচে আমরা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবো। সেই ম্যাচে তাদের বিপক্ষে আমরা জিততে চাই।’
উল্লেখ্য যে আগামী ২৪ তারিখেই আফগানদের বিপক্ষে এই মাঠেই নামতে যাচ্ছে বাংলাদেশ দল।