সোমবার, ২৪ জুন, ২০১৯, ০৪:২০:৪৪

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরে গেলেন লিটন দাস

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরে গেলেন লিটন দাস

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরে গেলেন লিটন দাস। সেমির আশা টিকিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করবে টাইগাররা। সাউদাম্পটনের রোজ বোলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বিশ্বকাপে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা লিটন দাস। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে চতুর্থ বলে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ১৬ রান করে ফিরে হয়ে যেতে হয় তাকে। রিপ্লেতে দেখা যায়, মুজিবের বলে ক্যাচ তুলে দেন লিটন। তবে সেই ক্যাচ পরিষ্কারভাবে নিতে পারেননি ফিল্ডিংয়ে থাকা হাসতুল্লাহ শাহীদি। বার বার রিপ্লের পরে অনেকটাই দেখা যায় বল মাটি স্পর্শ করে। কিন্তু আম্পায়ার সফট সিগন্যাল আউট দেওয়ায় হয়ত থার্ড আম্পায়ারও আউট দিয়ে দেন।

ও রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হেরে ৩৪ রান। বিশ্বকাপে এখন পর্যন্ক ৬ ম্যাচের ২ জয় আর ১ ড্র তে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্হান করছে বাংলাদেশ। সেমির আশা টিকিয়ে রাখতে হলে বাকি ৩ ম্যাচের ৩ টিতেই জিততে হবে টাইগারদের। সে লক্ষ্যে আজ আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছেননা টাইগাররা

অন্যদিকে সমান ম্যাচে কোননজয় ছাড়া পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে আফগানিস্তান। ইতোমধ্যেই বিদায় ঘন্টা বাজলেও প্রথম জয়ের জন্য মরিয়া দলটি। দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। রুবেল হোসেন ও সাব্বির রহমানের বদলে দলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন। অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে আফগান দলেও দলে এসেছে দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে