সোমবার, ২৪ জুন, ২০১৯, ০৫:০৯:৪৯

লিটনের আউট নিয়ে স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়

লিটনের আউট নিয়ে স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ৩১তম ম্যাচে হ্যাম্পশায়ারে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। সেমির আশা টিকিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক বাংলাদেশ। 

ম্যাচে রণকৌশলে পরিবর্তন আনা হয় টাইগার শিবিরে। তামিম ইকবালের সঙ্গে বরাবরের মতো সৌম্যর স্থানে ব্যাট করতে নামেন লিটন দাস। কিন্তু বড় করতে পারেননি তার ইনিংস। ১৬ রানে আউট হয়ে ফেরেন লিটন। উইকেটটি পান আফগান স্পিনার মুজিবুর রহমান।

লিটনের শটে বল যায় শাহিদীর হাতে। বলটি লুফে নেন তিনি। আম্পায়ার সফট সিগন্যাল আউট দিয়ে পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। আর তৃতীয় আম্পায়ার আলিম দার আউটের সিদ্ধান্ত দেন। এরপরই ফেসবুকে শুরু হয় সামালোচনার ঝড়। 

টাইগার সমর্থকদের দাবি, আউটের সিদ্ধান্ত সঠিক হয়নি। এমনকি ক্যাচের সেই মুহূর্তটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে নানা রকম মন্তব্য। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা ফেসবুকে লিখেছেন, এটা কি করে আউট হয়? আলিম দার কি সিদ্ধান্ত দিলেন। 

ডা. মোহাম্মদ আলী লিখেছেন, এটা কি আম্পায়ার?

প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি লিখেছেন, লিটনের ক্যারিয়ার লম্বা হতে কি দিবে না আলিম দার?

সাংবাদিক আনিসুল বুলবুল লিখেছেন, গোটা বিশ্ব দেখলো বল মাটিতে আর আলিম দার দিলেন আউট...

অনির্বাণ অনি লিখেছেন, আউটটা ডাউট লাগল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে