সোমবার, ২৪ জুন, ২০১৯, ০৯:২১:২৯

লিটনের বিতর্কিত আউট নিয়ে আম্পায়ারিংয়ের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

লিটনের বিতর্কিত আউট নিয়ে আম্পায়ারিংয়ের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক : সেমির আশা টিকিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচে সাউদাম্পটনে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। 

এদিন টাইগারদের ইনিংসের ৫ম ওভারে আফগান বোলার মুজিব-উর-রহমানের বলে ড্রাইভ শট খেলতে গিয়ে বল আকাশে তোলেন টাইগার ওপেনার লিটন দাস।

টিভি স্কিনে দেখা যায়, মাটি ছুঁই ছুঁই অবস্থান থেকে বলটি তালুবন্দি করে উচ্ছ্বাসে ভেসে যান ফিল্ডার হাসমতউল্লাহ শহীদিসহ আফগান ক্রিকেটাররা। কিন্তু সত্যিই কি আউট হয়েছিলেন লিটন দাস? 

আফগান খেলোয়াড়দের উচ্ছ্বসিত রূপ দেখেও মাঠের আম্পায়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি, ফলে সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের শরণাপন্ন হতে হলো।

এরপর রিপ্লে দেখে বল ফিল্ডারের তালুবন্দি হওয়ার আগেই মাটি স্পর্শ করেছে বলেই মনে হচ্ছিল। এমনটা সন্দেহ প্রকাশ করছিলেন ধারাভাষ্যকারও। কিন্তু শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার আলিম দারের চূড়ান্ত সিদ্ধান্ত এলো আউটের।

এদিকে আলিম দারের এই বিতর্কিত সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দেশ-বিদেশে থাকা ক্রিকেট পাগল টাইগার সমর্থকরা। অনেকে ওই ক্যাচের স্ক্রিনশট পোস্ট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলছেন।

এদিকে লিটনের আউটের সমালোচনা করে ভারতীয় গণমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ওপেনার লিটন দাসের আউট নিয়ে বিতর্ক। আজ, সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ৪.২ ওভারে আফগান স্পিনার মুজিবের বলে কভারে ক্যাচ দেন লিটন।

সেই ক্যাচ নিয়েই যত বিতর্ক। হাসমাতুল্লাহ শাহিদি ঝাপিয়ে পরে সেই ক্যাচ তুলে নেন। কিন্তু মাঠের আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো সেই ক্যাচ নিয়ে দ্বিধায় পড়েন। তৃতীয় আম্পায়ার আলিম দারের সাহায্য চান তাঁরা। আলিম দীর্ঘ সময় ধরে রিপ্লে দেখার পরেও আউট দিয়ে দেন লিটনকে।

টিভিতে লিটনের ক্যাচ দেখে মনে হয়েছে, ক্যাচ লোফার আগে বল মাটি ছুয়েছে। বাংলাদেশের সমর্থকরাও লিটনের আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাঁরা মনে করেন আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক নয়। বল মাটি ছোঁয়ার পরেই শাহিদির হাতে এসেছে।

এদিকে সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। আফগানদের হারানোর কিছুই নেই। তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে