সোমবার, ২৪ জুন, ২০১৯, ১০:৫২:৩৪

সাকিবের বোলিং নৈপুণ্যে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সাকিবের বোলিং নৈপুণ্যে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেটারদের কোণঠাসা করে ফেলেছে টাইগাররা। ২৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। এরপর শূন্য রানের ব্যবধানে দুই উইকেট শিকার করেন সাকিব আল হাসান। তার বোলিং নৈপুণ্যে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন আফগান দুই ওপেনার রহমত শাহ ও গুলবাদিন নাইব। অনবদ্য ব্যাটিং করে যাওয়া নাইব-রহমত শাহর জুটি ভাঙেন সাকিব। তার আগে ওপেনিং জুটিতে ১০.৫ ওভারে ৪৯ রান যোগ করেন তারা। সাকিবের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৫ বলে ২৪ রান করেন রহমত শাহ।

লিটন দাসের বিতর্কিত ক্যাচ নিয়ে সমালোচিত হয়েছেন হাসমতউল্লাহ শহীদি। আফগানিস্তানের এই ক্রিকেটারকে ব্যাটিংয়ে সফল হতে দেননি মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন হাসমতউল্লাহ। তার বিদায়ে ২০.৫ ওভারে ৭৯ রানে দুই উইকেট হারায় আফগানরা।

দুই উইকেটে ১০৪ রান করা আফগানিস্তান শিবিরে এরপর জোড়া আঘাত হানেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। তিনি সাজঘরে ফেরার আগে ৭৫ বলে ৪৭ রান করে।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কোনো কিছু্ বুঝে ওঠার আগেই সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ নবী। এরপর আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফঘানকে আউট করে সাজঘরে ফেরান সাকিব। ৬.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন সাকিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে