মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১২:৩৬:০৮

বাংলাদেশকে ডুবাতে না পেরে শেষমেশ ম্যাচ হারের লজ্জায় যা বললেন আফগান অধিনায়ক

বাংলাদেশকে ডুবাতে না পেরে শেষমেশ ম্যাচ হারের লজ্জায় যা বললেন আফগান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলো বাংলাদেশ। সাউদাম্পটনে সাকিব আল হাসানের ঘূর্ণিতে এই বিশ্বকাপে তৃতীয় জয় পেয়েছে তারা। আফগানদের বিপক্ষে ৬২ রানে জিতে সেমিফাইনাল খেলার আশাও বাঁচিয়ে রাখলো মাশরাফি মুর্তজার দল।

আফগান অধিনায়ক গুলবাদিন বলেন, অবশ্যই আমরা গত দুটি ম্যাচ কঠিন ম্যাচ খেলেছি। আমি মনে করি আজকে ফিল্ডিংয়ে আমরা ৩০-৪০ রান বেশী দিয়ে ফেলেছি। উইকেট স্লো ছিল তাই স্পিনাররা সাহয্য পেয়েছে , যা স্পিনারদের সাহয্য করেছে। কিন্ত ১ম ইনিংসের মত দ্বিতীয় ইনিংস ততটা স্পিন কাজ করে নি। সব ক্রেডিট দিতে হবে সাকিবকে, মান্তেই হবে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে।

সোমাবর টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। মুশফিক ও সাকিবের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২৬২ রান করে তারা। মুশফিক করেন ৮৩ রান। সাকিব ৫১ রানে আউট হন। এছাড়া তামিমের ৩৬ ও মোসাদ্দেক হোসেনের ৩৫ রান কার্যকরী অবদান রাখে। জবাবে ৪৭ ওভারে ২০০ রানে অলআউট হয় আফগানিস্তান। এই জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরেকটু উজ্জ্বল হলো বাংলাদেশের। সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মাশরাফিরা এখন উঠে গেছে পঞ্চম স্থানে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

১০ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। দুটি উইকেট নেন মোস্তাফিজ, একটি করে পান সাইফ ও মোসাদ্দেক। এ ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব। এনিয়ে তিনটি জয়েই বাঁহাতি অলরাউন্ডার হয়েছেন ম্যাচসেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে