মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১২:৩৬:০৭

সাকিবের প্রশংসায় যা করে সবাইকে অবাক করলেন ব্রায়ান লারা

সাকিবের প্রশংসায় যা করে সবাইকে অবাক করলেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক: সাকিবের মত ক্রিকেটার হয়তো শত বছরে একবারই জন্ম নেয়। একের পর এক মাইলফলক স্পর্শ করে এমন এক উচ্চতায় উঠছেন, যেখানে তার সঙ্গে থাকার যেন কেউই নেই। নানা অর্জন ও কৃতিত্বে বিশ্বের সব নামীদামি তারকা অলরাউন্ডাররাই এখন সাকিবের পিছনে।

একমাত্র অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে ৩০ উইকেট শিকার আর ১০০০ রানের দূর্লভ কৃতিত্বের অধিকারীও এখন সাকিব আল হাসান। কিন্তু আজ এই বাঁহাতি অলরাউন্ডার আরও দুটি দারুণ কৃতিত্ব স্থাপন করলেন।

সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাফসেঞ্চুরি ও ৫ উইকেট দখল করে সাকিব অন্যরকম এক রেকর্ডে নাম লিখিয়েছেন। ছুয়ে ফেললেন যুবরাজ সিংহের এক অনন্য কৃতিত্বকে।

এতদিন ধরে বিশ্বকাপের একই ম্যাচে ৫ উইকেট আর ৫০ রানের চৌকষ নৈপুণ্যের অধিকারী ছিলেন যুবরাজ সিং। ভারতের এ তুখোড় অলরাউন্ডার ২০১১ সালের ৬ মার্চ ব্যাঙ্গালোরে চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৩১ রানে ৫ উইকেট শিকারের পাশাপাশি ৫০ রানে নট আউট ছিলেন। বিশ্বকাপের ৪৪ বছরে ১১ আসরের ইতিহাসে ঐ একবারই ম্যাচে ৫ উইকেট আর সাথে হাফসেঞ্চুরির অনন্য কৃতিত্ব দেখিয়েছিলেন যুবরাজ সিং।

আজ ব্যাট হাতে তিন নম্বরে নেমে ৬৯ বলে ৫১ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে প্রায় একা আফগান ব্যাটসম্যানদের টুটি চেপে ধরেছেন এ বাঁহাতি স্পিনার। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাড়ায় ১০-১- ২৯ -৫।

সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে তাঁকে অভিনন্দন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাকিবকে নিয়ে একটি ছবি পোস্ট করেন সবাইকে অবাক করলেন লারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে