মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১২:৪৩:৪১

তাকে ছাড়া আমরা তো রানই পাচ্ছিলাম না: সাকিব

তাকে ছাড়া আমরা তো রানই পাচ্ছিলাম না: সাকিব

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে সাকিব যেভাবে রেকর্ড ভাঙা-গড়ায় মেতেছেন তাকে বাংলাদেশ যদি বিশ্বকাপ জিতেও অবাক হওয়ার কিছু থাকবে না। এখন পর্যন্ত ছয়টি ম্যাচে নেমে তিনটি অর্ধশতক এবং দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব। সে সঙ্গে সেরা রান সংগ্রহকারীদের তালিকায় উঠে এসেছেন শীর্ষে। তার বর্তমান রান সংখ্যা ৪৭৬ রান।

তাছাড়া বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের পাশাপাশি ৩২ উইকেট শিকার করেছেন তিনি।

গতকাল সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করার মধ্য দিয়ে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। সে সঙ্গে বল হাতেও তুলে নেন ৫ টি উইকেট। পুরস্কৃত হন ম্যাচ সেরা খেলোয়াড় হিসাবে।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘হ্যা, এটা বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ভাগ্য ভালো আমরা ভালোভাবে শুরু করতে পেরেছিলাম। আমি মনে করি পাঁচ উইকেট পাওয়াটা আমার জন্য বড় পাওয়া। আর ফিফটি তুলতে সত্যিই অনেক কষ্ট হয়েছে।’

এ সময় জয়ের জন্য মুশফিককে কৃতিত্ব দিয়ে সাকিব বলেন, ‘সে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের হাল ধরেছে। তাকে ছাড়া আমরা তো রানই পাচ্ছিলাম না।’ তিনি আরো বলেন, ‘আমরা জানি আমাদের তিনজন স্পিনার আছে। এছাড়া বিশ্বকাপের আগে আমি প্রচুর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে