মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ০১:২৮:২০

ভক্ত হলেই হবে না, এমন ব্যাটিং করতে হবে: শোয়েব আখতার

ভক্ত হলেই হবে না, এমন ব্যাটিং করতে হবে: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ আগের মতো না জমলেও, মাঠের বাইরের আলোচনা-সমালোচনা যেন আর শেষ হয় না। এবারেরর বিশ্বকাপে দল দুটির ম্যাচ অনুষ্ঠিত হয় ১৬ জুন রবিবার। এই একটি মাত্র ম্যাচ নিয়ে বিশ্বকাপ শুরুর আগেই শুরু হয় দুদলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক। আর ম্যাচের সপ্তাহ পার হলেও ঘুরে ফিরে এই ম্যাচের আলোচনা হচ্ছে বার বার। ওই ম্যাচের আগে পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবার আজম বলেন তিনি বিরাট কোহলির ভক্ত। 

নিয়মিত ভারতীয় অধিনয়াকের ব্যাটিং দেখেন। কিন্তু গত রবিবার লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮০ বলে ৬৯ করে আউট হয়ে যায় বাবর। বাবরের বক্তব্যের সাথে ব্যাটিংয়ের কোন মিল পায়নি পাকিস্তানের সাবেক গতি মানব শোয়েব আখতার। তাই কিনা বাবরের বক্তব্যের কথার রেশ টেনে শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় উপদেশ দিলেন।  

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই বাবর আজ়ম জানিয়েছিলেন, তিনি বিরাট কোহালির ভক্ত। নিয়মিত ভারতীয় অধিনায়কের ব্যাটিংও নাকি দেখেন। কিন্তু তাঁর ব্যাটিংয়ে কোহালির সঙ্গে কোনও মিল খুঁজে পাননি শোয়েব আখতার। তাই তরুণ ব্যাটসম্যানকে শোয়েবের নির্দেশ,  কোহালি যখন তোমার প্রেরণা, তখন ওর মতোই এমন ব্যাটিং করতে শেখো।' শোয়েব হতাশ উইকেটে থিতু হয়ে বাবরের আউট হয়ে যাওয়া দেখে।

সোমবার নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন,  কঠিন পরিস্থিতির মধ্যেও সাবলীল ব্যাট করে বিরাট কোহালি। দেখে মনে হয় না, ওকে আউট করা যাবে। বাবর যখন এতটাই ওকে পছন্দ করে, তা হলে ওর ব্যাটিং দেখেও শেখা উচিত। অন্তত বিরাটের মতো খুচরো রান নিতে শিখুক। পরিণত করুক নিজেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে