মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ০৬:১২:৩৪

ভারতীয় ক্রিকেটারদের চোখে সাকিব 'ভদ্র', 'বিনয়ী' আর 'ভয়ংকর' ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটারদের চোখে সাকিব 'ভদ্র', 'বিনয়ী' আর 'ভয়ংকর' ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : এখন বোঝা যাচ্ছে, নিজের সেরা পারফর্মেন্স দেখানোর জন্য কেন বিশ্বকাপকে বেছে নিলেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য মূর্তিমান ত্রাস হয়ে উঠেছেন তিনি। একা হাতেই একটা দলকে হারিয়ে দেওয়া তার কাছে ডালভাত। 

অসম্ভব পরিশ্রম করে ওজন কমিয়েছেন, পেয়েছেন দুর্দান্ত ফিটনেস। আর এতেই ৬ ম্যাচে তুলে নিয়েছেন ৩ ফিফটি আর ২ সেঞ্চুরি। গতকাল সোমবার আফগানিস্তানের বিপক্ষে একা হাতে বাংলাদেশকে জিতিয়েছেন সাকিব। হাফসেঞ্চুরির পর ৫ উইকেট শিকার করে গড়েছেন অসম্ভব সব রেকর্ড। 

এর মাঝে হাজার রান আর ৩০ উইকেটের যুগলবন্দির কীর্তি বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই! বিশ্বকাপে কারও রান হাজার স্পর্শ করেনি। একই বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। এমন পারফর্মেন্সের পর তাকে সর্বকালের সেরা অল-রাউন্ডারের স্বীকৃতি দিয়ে দিচ্ছেন সাবেক কিংবদন্তিরা।

সাকিবের প্রশংসায় মেতেছেন ভারতীয় সাবেকরাও। ভারতের সাবেক ক্রিকেটার মুরলি কার্তিক বলেন, 'সাকিব শুধু যে এই বিশ্বকাপ বিবেচনায় সেরাদের তালিকায় তা নয়, সাকিব বরাবরই এক বা দুই নম্বরে আছেন অল-রাউন্ডারদের তালিকায়। তিন ফরম্যাটেই এভাবে টানা এক বা দুইয়ে থাকা কঠিন, ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকাতেই তার নাম থাকবে এটা নিশ্চিত।'

ভারতের বিখ্যাত টেস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন, 'সাকিব যেভাবে নিজের কাজটা নিপূণভাবে করে যায়, সেটা আমি ভালোবাসি, এতো পাওয়ার পরেও সাকিব বিনয়ী আর ভদ্র একজন ক্রিকেটার।' লক্ষণ তার টুইটে সাকিবকে 'রোল মডেল' আখ্যা দিয়েছেন।

লক্ষণের এই টুইট রিটুইট করে সহমত জ্ঞাপন করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সাকিবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল সানরাইজার্স হায়দ্রাবাদও শুভ কামনা জানিয়েছে তাকে। সাকিবের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ মনোজ তিওয়ারি তাকে বাংলাদেশের 'পিলার' উপাধি দেন। 

তিনি লিখেন, 'বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সাকিবের অবদান অস্বাভাবিক ভালো।' তিওয়ারি মজা করে লেখেন, 'ভারত ছাড়া অন্য দলের বিপক্ষে বড় রেকর্ড গড়ো।' ক্রিকেট বিশ্লেষক ও লেখক বোরিয়া মজুমদার তার টুইটারে লেখেন, 'সাকিব আল হাসান এই টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে