মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ০৭:৪১:২৫

বিশ্বরেকর্ড গড়লেন ওয়ার্নার-ফিঞ্চ

বিশ্বরেকর্ড গড়লেন ওয়ার্নার-ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপের ৩২তম ম্যাচে আজ মাঠে নামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে অস্ট্রেলিয়া। এদিকে এই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

এই বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো স্কোর করেছে তারা। এর আগে চারটি উদ্বোধনী জুটি বিশ্বকাপে টানা ৪ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব স্কোর করেছিলেন।

এর আগে এই মাইলফলক গড়া চারটি উদ্বোধনী জুটি হলো- গ্রায়েম ফ্লাওয়ার ও ক্রিস টাভারে (১৯৮৩), জিওফ মার্শ ও ডেভিড বুন (১৯৮৭-৯২), আমির সোহেল ও সাঈদ আনোয়ার (১৯৯৬), অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেইডেন (২০০৩-০৭)। এবার তাদেরকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন ওয়ার্নার ও ফিঞ্চ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে