বুধবার, ২৬ জুন, ২০১৯, ০৯:৪১:২২

এবারের বিশ্বকাপ জিতবে বাংলাদেশ

এবারের বিশ্বকাপ জিতবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে সাকিব আল হাসান নিউইয়র্কে প্রবাসি বাঙালীদের এক অনুষ্ঠানে বলেছিলেন, এবার বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে। তার এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের পারফরমেন্স যেনো ইঙ্গিত দিচ্ছে বিশ্বকাপ জয়ের। এ ইঙ্গিত মিলছে সাকিব আল হাসানের পারফরমেন্সের কল্যাণেই। বিশ্বকাপ ক্রিকেটে ২৪ জুন পর্যন্ত যতো খেলা হয়েছে, তার মধ্যে সাকিবই সেরা পারফরমার। ওই দিন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ২টি শতরান, তিনটি অর্ধশতকসহ ৪৭৮ রান করে এককভাবে শীর্ষে ছিলেন। তার ঝুলিতে রয়েছে ১০টি উইকেটও।

এক কথায় ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন এই শীর্ষ অলরাউন্ডার। গত সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে অর্ধডজন রেকর্ড গড়েছেন সাকিব। তার এমন পারফরমেন্স মনে করিয়ে দিচ্ছে ভারতের ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপের কথা। কারণ ১৯৮৩ বিশ্বকাপে অলরাউন্ডার কপিল দেব সেঞ্চুরিসহ পাঁচ উইকেট নিয়েছিলেন। আর সেই সময় বিশ্বকাপ শিরোপা জিতেছিলো তারাই। ২০১১ আসরেও এমনি ঘটনা ঘটেছিলো। যুবরাজ সিং শতকসহ নিয়েছিলেন ৫ উইকেট। আর হাত ধরেই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বিশ্বকাপের চলমান আসরে সেই পথেই আছে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসান দু’টি শতকসহ পাঁচ উইকেট নিয়েছেন। মাত্র ছয় ম্যাচ খেলে সর্বোচ্চ রান ৪৭৮ ও ১০টি উইকেটের মালিক এই অলরাউন্ডার। এ অবস্থায় বলা যেতেই পারে সাকিবের হাত ধরে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপ জিতবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে