বুধবার, ২৬ জুন, ২০১৯, ০৬:৩৭:৫৬

এখনো বিশ্বকাপের ভাগ্য আমাদের হাতেই আছে: মরগান

এখনো বিশ্বকাপের ভাগ্য আমাদের হাতেই আছে: মরগান

স্পোর্টস ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে পরাজিত হওয়া সত্তেও বিশ্বকাপের লক্ষ্য পূরণে এখনো ইংল্যান্ড নিজেদের ধরে রেখেছে বলেই মন্তব্য করেছেন ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগান। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এই পরাজয়েও অবশ্য ১০ দলের এই টুর্নামেন্টে ইংল্যান্ডের অবস্থান এখনো চতুর্থ। বাংলাদেশের থেকে তারা মাত্র এক পয়েন্ট ও শ্রীলঙ্কার থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে। 
ইংলিশ অধিনায়ক মরগান বলেন, ‘আজ অনেক দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম। বোলিংয়ে কিছু ভাল দিক ছিল, তবে ভাগ্য আমাদের সহায় ছিল না। অস্ট্রেলিয়াও অনেক ভুল করেছে। উইকেট বেশ ভাল ছিল, কিন্তু তারপরেও মাঝে মাঝে সেটা দুই দলের জন্যই চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। এই ধরনের বড় ম্যাচে শুরুতেই উইকেট হারানো কখনই কাম্য নয়। কোনো জুটিই মঙ্গলবার ব্যাটিংয়ে অবদান রাখতে পারেনি। ম্যাচের আগে উইকেটের যে ধরণ ছিল তাতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া চরম ভুল হতো। 

প্রথম ২৫ ওভার অস্ট্রেলিয়া আধিপত্য দেখালেও আমাদের বোলাররা দারুণভাবে ফিরে এসেছিল। নাহলে এক সময় মনে হয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস ৩৪০-৩৫০ রানে পৌঁছাবে। পরিস্থিতি বিবেচনায় এই পরাজয়ে সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো বিশ্বকাপের ভাগ্য আমাদের হাতেই আছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে