বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ০১:১৮:৪৫

সেঞ্চুরির পর আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা শেষে মুনাজাত করছেন বাবর আজম

সেঞ্চুরির পর আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা শেষে মুনাজাত করছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরির পর আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা শেষে মুনাজাত করছেন বাবর আজম।বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন বাবর আজম। শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা দেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।

বাবরের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে দাপুটে জয় পায় পাকিস্তান। কিউইদের বিপক্ষে ৬ উইকেটে জিতে সেমির স্বপ্ন জোরালো করল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুধবার ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৭ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন জেমস নিশাম। ৬৪ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

টার্গেট তাড়া করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের জয়ে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৭০তম ম্যাচে ১০ম সেঞ্চুরি করেছেন বাবর আজম। তবে বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি। এদিন ১২৭ বলে ১১টি বাউন্ডারিতে ১০১ রান করেন বাবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে