বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ০৫:৩৯:০৫

এমএস ধোনির অবসর নিয়ে যা বললেন বিরাট কোহলি

এমএস ধোনির অবসর নিয়ে যা বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপের আগে থেকেই সম্ভাবনা তৈরি হয়েছিল বিশ্বকাপ শেষ হতেই অবসর ঘোষণা করবেন এমএস ধোনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হেরে যেতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে। 

সেই ম্যাচে যখন হতাশ করেছে ভারতের টপ অর্ডার তখনই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন দু'জন। যদিও দলকে জয় এনে দিতে পারেননি তারা। তাদের মধ্যে একজন এমএস ধোনি। এটাই তার বিশ্বকাপ তা নিয়ে কোনো সংশয় নেই। 

কিন্তু মনে করা হয়েছিল বাকি অনেকের মতই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে অবসর ঘোষণা করে দেবেন তিনি। কিন্তু তেমনটা হয়নি। স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে তার অবসর নিয়ে। কিন্তু ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি জানিয়ে দিলেন ধোনি তেমন কিছু তাদের জানাননি। 

তিনি বলেন, ‘মাহি আমাদের তেমন কিছু বলেনি।'' ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এমএস ধোনি। কিন্তু লিমিটেড ওভারের ক্রিকেট চাল‌িয়ে গিয়েছেন তিনি। ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। সকলের কাছেরও।

হয়তো অনেকটাই ধার কমেছে ব্যাটিংয়ের। কিন্তু উইকেটের পিছনে তিনি এখনও ততটাই সচল। তার ব্যাটিং এই বিশ্বকাপে সমালোচনার মুখেও পড়েছে বার বার। ৩৮ বছরের ধোনির গেম রিডিংয়ের ক্ষমতাও অসাধারণ। সঙ্গে রিভিউ নেওয়ার ক্ষেত্রে তিনি একদম সঠিক। 

২০১৯ বিশ্বকাপের ধোনির ব্যাটিং পজিশন বার বার বদলেছে। শেষ ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমেছেন বিশ্বের সেরা ফিনিশার। কিন্তু এ যাত্রায় ফিনিশ করতে পারেননি। দুটো হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। কিন্তু স্ট্রাইকরেটকে সেই মাত্রায় নিয়ে যেতে পারেননি।

তার হাত ধরই ২০১১ বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত। একদিনের ক্রিকেটে তাঁর ধুলিতে রয়েছে ১০,৭৭৩ রান। গড় ৫০.৫৭। তার সর্বোচ্চ রান একদিনের ক্রিকেটে ১৮৩।

টি২০ ক্রিকেটে এমএস ধোনি ৯৮টি ম্যাচে করেছেন ১৬১৭ রান, যার গড় ৩৭.৬০। তাঁর হাত ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে