বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ০৫:৪৬:৩৯

ভারতকে হারিয়ে আমরা দারুণ খুশি : রস টেলর

ভারতকে হারিয়ে আমরা দারুণ খুশি : রস টেলর

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লড়াই শেষ হয়ে যায় ধোনি রান আউট হয়ে যেতেই। সব আশা শেষ হয়ে যায় গাপ্টিলের থ্রো উইকেটে লাগার সঙ্গে সঙ্গে। 

ওল্ড ট্র্যাফোর্ডে ১৮ রানে জয়ের পর নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরও মেনে নিচ্ছেন, ধোনির উইকেটের পতনের সঙ্গে সঙ্গেই জয় নিশ্চিত হয়ে যায় কিউইদের। রবিবার ফাইনালে খেলার ব্যাপারে নিশ্চিত হয়ে যান তারা।

টেলর বলেন, ধোনির রান আউটটা হতেই ভারতীয়দের হৃদয় ভেঙে যায় বলে আমার ধারণা, কেননা এই ধরনের পরিস্থিতিতে বহু ম্যাচ জিতিয়েছে ধোনি। ওকে ফেরাতেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি ফলাফলের ব্যাপারে। ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছতে পেরে আমরা দারুণ খুশি ও গর্বিত। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যেই ফাইনালে যাক।

প্রথম তিনটি উইকেট চটজলদি তুলে নিয়ে ম্যাচের দখল নিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড। সেই পরিস্থিতি থেকে জাডেজা ও ধোনি যে খেলাটা প্রায় জিতিয়েই দিয়েছিলেন মেনে নিচ্ছেন রস টেলর। এরপরই জিমি নিশামের দারুণ ক্যাচ ও মার্টিন গাপ্টিলের করা রান আউটে ম্যাচে ফেরে কিউইরা। 

সেকথা জানিয়ে টেলর বলেন, আগামী কয়েক বছর এই খেলা তারা ভুলতে পারবেন না। রস টেলরের ৭৪ রানের ইনিংস সেমিফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মঙ্গলবার খেলা বন্ধের সময় ক্রিজে ছিলেন রস টেলর। 

বুধবার অবশ্য কিছু রান ‌করার পরে আউট হয়ে যান তিনি। বুধবার খুব ভোরে ঘুম ভেঙে যায় তার। টেলর জানাচ্ছেন, প্রায় টেস্ট ম্যাচের অনুভূতি হচ্ছিল, ওভারনাইট নট আউট থাকা ও ব্যাট করতে যাওয়ার আগে অধৈর্য হয়ে ওঠা।

২৪০ যে লড়াকু রান, তা মেনে নিচ্ছেন তিনি। কেন উইলিয়ামসন ও তিনি দু'জনেই বুঝতে পেরেছিলেন এটা স্লো পিচ। টেলর বলেন, বৃষ্টি হয়ে যাওয়ার ফলে এই পিচে ব্যাট করা বেশ কঠিন হয়ে গিয়েছিল।

২০১৫ বিশ্বকাপের থেকে এবার যে তারা বেশি প্রস্তুত সেকথাও বলেন টেলর। আগের বার ফাইনালে উঠে হেরে যেতে হয়েছিল। তবে টেলরের অভিযোগ, বিমানে চেপে এমন এক দেশে গিয়ে তাদের খেলতে হয়েছিল, যেখানে তাঁরা গোটা প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি।

এবার সেই হারের কলঙ্কমোচন করে জয়ের স্বপ্নে মগ্ন তাঁরা। রবিবার নতুন ইতিহাসের অপেক্ষায় রস টেলর ও তাঁর সতীর্থরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে