বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ০৬:০৬:৩৩

৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া

৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : লিগ পর্বে পর পর ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ইংল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া।

শুরুতেই ফিরে গেলেন দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। রানের খাতাই খুলতে পারলেন না ফিঞ্চ। ওয়ার্নার আউট হলেন ন'রান করে। উইকেট নিলেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। 

পিটার হ্যান্ডসকম্ব আউট হন চার রান করে। তাকে ফেরান ক্রিস ওকস। শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ঠান্ডা মাথায় খেলে হাল ধরলেন স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারি। 

তবে এই জুটিও খুব বেশি দুর নিয়ে যেতে পারলেন না। অ্যালেক্স ক্যারি ৭০ বলে ৪৬ রান করে আউট হন। এরপর ব্যাটে নেমে ২ বলে শূণ্য রানে আউট হন মারকাস স্টইনিস।

৩২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ১৪২ রান। স্টিভ স্মিথ ৮১ বলে ৬১ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ১৩ রানে ব্যাট করছেন। ডেভিড ওয়ার্নার ৯ রান, অ্যারণ ফিঞ্চ শূণ্য ও পিটার হ্যান্ডসকোম্ব ৪ রানে সাজ ঘরে ফিরেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে