শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ১২:০৩:২০

২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে ২০১৫ সালে বাংলাদেশের কাছে হারার দুঃস্মৃতিকে স্মরণ করলেন মরগান

২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে ২০১৫ সালে বাংলাদেশের কাছে হারার দুঃস্মৃতিকে স্মরণ করলেন মরগান

স্পোর্টস ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড। তাই পুরো ইংল্যান্ড এখন আনন্দে রঙ্গীন হয়ে উঠেছে। দলের এমন পারফরমেন্সে উচ্ছসিত ইংল্যান্ডের অধিনায়ক মরগান। এরই মধ্যে ২০১৫ সালের দুঃস্মৃতিকে স্মরণ করলেন তিনি। 

২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংলিশরা। আর চার বছর পরের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। তাই গেল চার বছরে ইংল্যান্ডের যে উন্নতি হয়েছে সেই কথাই মনে করিয়ে দিলেন দেশটির অধিনায়ক মরগান।

২০১৫ সালে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। ওই হারের ক্ষতকে জয় করে আজ দেশের মাটিতে বিশ্বকাপের মঞ্চের ফাইনালে ইংলিশরা। প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড। তারপরও আগের বিশ্বকাপের স্মৃতিকে তুলে ধরলেন মরগান।
 
ম্যাচ শেষে মুখে চওড়া হাসি নিয়ে মরগান বলেন, ‘২০১৫ সালের বিশ্বকাপে আমরা কোথায় ছিলাম, আর এখন কোথায়। এটা নাটকীয় উন্নতি। ড্রেসিংরুমের সবাই এই আনন্দের ভাগিদার। আমরা ফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে