শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ১২:৪১:০১

বাংলাদেশের কোচ হবেন? এমন প্রশ্নের জবাবে যা বললেন সাঙ্গাকারা

বাংলাদেশের কোচ হবেন? এমন প্রশ্নের জবাবে যা বললেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : নিজের ক্যারিয়ারের শেশের দিকে বাংলাদেশে বেশ কিছুদিন ছিলেন সাঙ্গাকারা। আর সেটা বিপিএলের সময়তেই। তবে এবার সাঙ্গাকারার বাংলাদেশ দলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। সেই ব্যাপারে মুখ খুলেছেন তিনি নিজেই।

এই ব্যাপারে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ দলকে আরও ধৈর্য্য শীল হতে হবে ওয়ানডে ক্রিকেটে। উন্নতির শেষ নেই, কেউ বলতে পারবে না আমি সব উন্নতি করে ফেলেছি। যখন দল ভালো করে তখন দায়িত্ব আরও বেড়ে যায়। তাই বলছি সামনে এগিয়ে যেতে ধৈর্য্য ধরতেই হবে। সেইসঙ্গে নিজেদের কাজগুলোও সঠিকভাবে করতে হবে। সবেচেয়ে বড় কথা হলো, ক্রিকেটে যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। তাকাতে হবে সামনে।’

রোডসের এর আগে বাংলাদেশের কোচ ছিলেন লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ানডে বিশ্বকাপের দেড় বছর আগে তার বিদায় হয়েছে বেশ বাজেভাবেই। এরপর এলেন স্টিভ রোডস। বিশ্বকাপ শেষে তার বিদায়টাও ভালো হয়নি। যদি সাঙ্গাকারা বাংলাদেশ দলের কোচের প্রস্তাব পান তাহলে ভাববেন কি-না!

প্রশ্ন শুনেই হেসে উঠে সাঙ্গাকারা বলেন, ‘অনেক কঠিন প্রশ্ন, আমি আপাতত যা ভাবছি তা বললে তুমি হতাশ হবে। হ্যাঁ, কোচ হলো বাংলাদেশের বিষয়, তারা জানে কাকে আনতে হবে আর কাকে আনবে না। তবে বাংলাদেশের ভালো হয় এমন কিছুই চিন্তা করবে দেশটির ক্রিকেট বোর্ড।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে