শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ০৩:৩০:২৭

‘সাকিব ভাইকে এভাবে আমি কখনও খেলতে দেখিনি’

‘সাকিব ভাইকে এভাবে আমি কখনও খেলতে দেখিনি’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি ফিফটির সাহায্যে ৮ ম্যাচে ৬০৬ রান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সাকিব। শুধু তাই নয়! বল হাতে ১১ উইকেট শিকার করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বিশ্বকাপে ব্যাটে বলে অসাধারণ নৈপূণ্য দেখানো সাকিবের পারফরম্যান্স প্রসঙ্গে জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, সাকিব ভাই অসাধারণ খেলেছেন। আমার দেখা লাইফে কখনই দেখিনি এরকম ডমিনেট করে সাকিব ভাই খেলেছেন।

মিরাজ আরও বলেন, ব্যাটিং বোলিং দুটোতেই ভালো করেছেন সাকিব ভাই। হয়তো আমরা তাকে সেভাবে সাপোর্ট দিতে পারিনি। সে যেভাবে ক্রিকেট খেলেছে, আমরা যদি তাকে সাপোর্ট দিতে পারতাম। তাহলে আমাদের আরও ভালো পজিশনে যেতে পারতাম।

বিশ্বকাপ শেষে দেশে ফেরার আগে বেসরকারী টেলিভিশন যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের এ অফ স্পিনার বলেন, বিশ্বকাপে প্রত্যাশিত ফল না পাওয়ার পেছনে অন্যতম কারণ হলো ভাগ্য। ইংল্যান্ডে আমাদের ভাগ্য ফেবার করেনি।

বিশ্বকাপে জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার চোটাক্রান্ত হয়েছিলেন। এনিয়ে মিরাজ বলেন, মাশরাফি ভাই আয়ারল্যান্ড সিরিজের পর থেকেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিলেন। মুশফিক ভাইও একটার পর একটা ইনজুরিতে পড়েছেন। তারপর মাহমুদউল্লাহ রিয়াদ ভাইও চোটাক্রান্ত হয়েছেন। তামিম ভাই ইনজুরিতে পড়েছেন।

মিরাজ আরও বলেন, এতসব ইনজুরি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আমরা লড়াই করতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে