সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ০২:০৭:০৭

টানা তিন বিশ্বকাপে ঘটল একই ঘটনা!

টানা তিন বিশ্বকাপে ঘটল একই ঘটনা!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ মাঠে নেমেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে নিউজিল্যান্ড। ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৪১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যার ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রান করে ইংল্যান্ড। ১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫ রান করে নিউজিল্যান্ড। কিন্তু বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থাকায় ম্যাচ জিতে যায় ইংল্যান্ড ও বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা।

এরই ফলে তৃতীয় স্বাগতিক দেশ হিসেবে শিরোপা জিতল তারা। এর আগে ২০১১ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ২০১১ বিশ্বকাপের শিরোপা জিতে ভারত। ২০১৫ বিশ্বকাপে স্বাগতিক দেশ ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবার শিরোপা জিতে অস্ট্রেলিয়া।

এবার তৃতীয় স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের শিরোপা জিতল ইংল্যান্ড।টানা তিন বিশ্বকাপে ঘটল একই ঘটনা!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে