সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ১০:০৮:০১

ভেঙেছে ১২ বছর আগের রেকর্ড, সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় মুস্তাফিজ

 ভেঙেছে ১২ বছর আগের রেকর্ড, সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের হাতে শিরোপা তুলে দেয়ার মধ্যে দিয়ে পর্দা নেমেছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের। যে আসর শুরু হওয়ার আগে বলা হচ্ছিলো ব্যাটসম্যানদের আসর হতে যাচ্ছে এটি। পুরো টুর্নামেন্টে ছড়ি ঘোরাবেন ব্যাটসম্যানরা। কিন্তু না, কথার মতো মাঠের চিত্র একইরকম ছিলো না। বোলারদের যথেষ্ট আধিপত্য দেখা গেছে এবারের আসরে। ভেঙেছে ১২ বছর আগের রেকর্ড। এক আসরে সর্বোচ্চ নেয়া গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। ভেঙেছেন অবশ্য তারই স্বদেশি। আর তিনিই হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। বলছিলাম মিচেল স্টার্কের কথা।

এবারের বিশ্বকাপের ৪৮টি ম্যাচ শেষে শিরোপা তুলে দেয়া হয়েছে ইংলিশদের হাতে। আর সব ম্যাচ মিলিয়ে সর্বে্চ্চা উইকেট শিকারি হয়েছেন মিচেল স্টার্ক। সর্বোচ্চ উইকেট শিকারির সেরা পাঁচে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও।

মিচেল স্টার্ক ৯ ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন মোট ২৭টি। যার মধ্যে ৫ উইকেট শিকারের কীর্তি আছে একবার।
তালিকার দুইয়ে এবং তিনে আছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও ইংল্যান্ডের জোফরা আরচার। দুজনেরই উইকেট সংখ্যা সমান ২১টি করে। ফার্গুসন ১০ ম্যাচে এবং আরচার ১১ ম্যাচে এই উইকেট শিকার করেছেন।

সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার চারে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৮ ম্য্চা খেলে মোট ২০টি উইকেট শিকার করেছেন ফিজ। বাংলাদেশিদের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট। তাছাড়া তিনি গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ফাইভ উইকেট হলের অনন্য কীতি গড়েন। এছাড়াও লর্ডসের মাটিতে ৫ উইকেট নিয়ে মুস্তাফিজ নাম লিখিয়েছেন লর্ডসের অনার্স বোর্ডে।

মুস্তাফিজের নীচে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়ার আগে ১০টি ম্য্চা খেলেছেন বুমরাহ। শিকার করেছেন মোট ১৮টি উইকেট। তালিকায় তার অবস্থান পাঁচে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে