সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ০৩:৪১:৪১

বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না, বেকারি খুলে বস : জিমি নিশাম

বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না, বেকারি খুলে বস : জিমি নিশাম

স্পোর্টস ডেস্ক : সোশ্যাল সাইটে নানা ধরনের কথাবার্তার জন্য বেশ সমাদৃত নিউজিল্যান্ডের তারকা জিমি নিশাম। গতকাল বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে নাটকীয় পরাজয়ে হৃদয় ভেঙে গেছে নিউজিল্যান্ডের। ম্যাচ শেষে মন খারাপ করে নিশাম টুইট করেন, 'বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না। বেকারি অথবা অন্য কিছু শুরু করো। ৬০ বছর বয়সে আনন্দে এবং মোটা অবস্থায় মারা যাও।'

নিশাম লেখেন, 'আমি এই নিয়ম মানি না! কিন্তু নিয়ম তো নিয়মই, অভিনন্দন ইংল্যান্ডকে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের জন্য। আমার ভালোবাসা কিউইদের জন্য যারা শেষ পর্যন্ত লড়াই করেছেন। এটা আসলেই কষ্টকর। আশাকরি আগামী এক দশকে হয়তো এক বা দুইদিন পাবো যখন আমার মনে এই খেলার শেষ আধা ঘন্টার কথা আসবে না। ইংল্যান্ডকে অভিনন্দন, তারা যোগ্য।'

ক্রিকেট খেলার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা জলবায়ু পরিবর্তন বিষয়ে টুইটারে প্রায়শই মতামত দেন নিশাম। এমনকি এই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার যাত্রার মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাও দিয়েছেন তিনি। ক্রিকেট নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে নিশাম বলেন, 'ক্রিকেটে আপনি ১০ হাজার বল অনুশীলন করে মাঠে নামবেন এরপর দেখা যাবে, প্রথম বলেই ক্যাচ তুলে আউট হয়ে গেলেন, তখন মনে হয় সব কষ্ট বৃথা।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে