সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ০৭:৪১:৩৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : ১২তম আসর শেষ হতেই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির মনোনীত পাঁচ সদস্যের একটি কমিটি বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলো থেকে সেরা একাদশ বেছে নিয়েছেন। 

সেই কমিটিতে ছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ইয়ান স্মিথ ও ইশা গুহ, ক্রিকেট লেখক লরেন্স বুথ এবং আইসিসির ক্রিকেট বিষয়ক মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস। সেই একাদশে চার সেমিফাইনাল দলের বাইরে থেকে একমাত্র জায়গা পেয়েছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

এছাড়াও এই একাদশে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চারজন, রানার্স আপ নিউজিল্যান্ডের দুইজন, সেমিফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া থেকেও দুইজন করে জায়গা পেয়েছেন। এই একাদশে অধিনায়ক হিসেবে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

২০১৯ বিশ্বকাপের সেরা একাদশ-

১। জেসন রয় (ইংল্যান্ড)- ৬৩.২০ গড়ে ৪৪৩ রান

২। রোহিত শর্মা (ভারত)- ৮১ গড়ে ৬৪৮ রান

৩। কেন উইলিয়ামসন (অধিনায়ক) (নিউজিল্যান্ড)- ৮২.৫৭ গড়ে ৫৭৮ রান

৪। জো রুট (ইংল্যান্ড)- ৬১.৭৭ গড়ে ৫৫৬ রান

৫। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান ও ৩৬.২৭ গড়ে ১১ উইকেট

৬। বেন স্টোকস (ইংল্যান্ড)- ৬৬.৪২ গড়ে ৪৬৫ রান ও ৩৫.১৪ গড়ে ৭ উইকেট

৭। অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)- ৬২.৫০ গড়ে ৩৭৫ রান ও ২০ ডিসমিসাল

৮। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ১৮.৫৯ গড়ে ২৭ উইকেট

৯। জোফরা আর্চার (ইংল্যান্ড)- ২৩.০৫ গড়ে ২০ উইকেট

১০। লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)- ১৯.৪৭ গড়ে ২১ উইকেট

১১। জাসপ্রিত বুমরাহ (ভারত)- ২০.৬১ গড়ে ১৮ উইকেট

১২। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ২৮.১৭ গড়ে ১৭ উইকেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে