সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ০৯:৩২:১৮

ম্যাচ হেরে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন মার্টিন গাপটিল

ম্যাচ হেরে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন মার্টিন গাপটিল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে নিউজিল্যান্ডের ভাগ্য আসলেই তাদের পক্ষেই ছিল না। তা না হলে টানা দ্বিতীয় ফাইনালেও পরাজয়। নিউজিল্যান্ডকে শিরোপা বঞ্চিত করে উত্তেজনাকর ম্যাচে প্রথম বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ান ইংল্যান্ড।

এদিকে গত বিশ্বকাপে কিউই নায়ক মার্টিন গাপটিল এবার হয়ে গেলেন ভিলেন। গত বিশ্বকাপেই মার্টিন গাপটিল ছিলেন দুর্দান্ত ফর্মে। নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ফাইনালে তোলার অন্যতম নায়কও ছিলেন। দলের প্রয়োজনে খেলেছেন ২৩৭ রানের হার না মানা এক ইনিংস।

বিশ্বকাপের ফাইনালের মঞ্চে এসে কিছু তিক্ত অভিজ্ঞতাই অর্জন হলো গাপটিলের। ব্যাট হাতে আবারও হলেন ব্যর্থ। ১৮ বলে করলেন মাত্র ১৯ রান। পরে ফিল্ডিংয়ে নেমে ৫০তম ওভারের মহাগুরুত্বপূর্ণ সময়ে একটি থ্রো করলেন, যে থ্রো থেকে বাড়তি চারসহ মোট ৬ রান পেয়ে গেল ইংল্যান্ড। ম্যাচটা আসলে ঘুরে যায় তখনই, গড়ায় সুপার ওভারে।

এখানেই শেষ হলে কথা ছিল। ভাগ্যবিধাতা যেন গাপটিলের ললাটে আরও কিছু কষ্ট লিখে রেখেছিলেন। এত কিছুর পরও সুপার ওভারে এই হার্ডহিটারের উপর ভরসা রেখেছিল নিউজিল্যান্ড। যেখানে শেষ বলে স্ট্রাইক পান গাপটিল। সুযোগ ছিল নায়ক হওয়ার, কিউইদের যে ওই বল থেকে মাত্র ২ দরকার ছিল। কিন্তু গাপটিল সেটিকে বাউন্ডারি বা ছক্কা বানাতে পারলেন না। 

দৌঁড়ে নিতে পারলেন না ডাবলও। ফলে সুপার ওভারও টাই হয়, বাউন্ডারির হিসেবে জিতে যায় ইংল্যান্ড। এমন এক ম্যাচের পর আক্ষেপে পুড়ছে পুরো নিউজিল্যান্ড দল। তবে গাপটিলের কষ্টটা ছিল আর দশজনের চেয়ে আলাদা। ভুলের অনুশোচনায় ক্ষতবিক্ষত এই ক্রিকেটার ম্যাচের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন। তাকে সান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিপক্ষ ইংল্যান্ডের খেলোয়াড়রাও। কিন্তু এমন কষ্টে কি কোনো সান্ত্বনায় কাজ হয়? হওয়ার কথাও না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে