মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ১২:১৮:১১

এই মুহূর্তে আমিই আমার দেশের সবচেয়ে ঘৃণিত বাবা: স্টোকসের বাবা

এই মুহূর্তে আমিই আমার দেশের সবচেয়ে ঘৃণিত বাবা: স্টোকসের বাবা

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জিতল ইংল্যান্ড। আর ইংল্যান্ডকে শিরোপাটা জেতালেন কিনা নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এক ক্রিকেটার! 

ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তার জন্ম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে। হ্যাঁ ঠিকই পড়েছে ক্রাইস্টচার্চ, যেখানে নামাজ পড়তে গিয়ে অল্পের জন্য বেঁচে যান টাইগাররা। বিশ্বজুড়ে শিরোনামে এসেছিল শহরটির নাম, মসজিদে এক উগ্র শেতাঙ্গ সন্ত্রাসীর ভয়াবহ হামলার কারণে। সেই শহরেই ১৯৯১ সালে জন্ম স্টোকসের।

এদিকে নিজের জন্মভূমির বিপক্ষে খেলা এই ইংলিশ অলরাউন্ডার হয়েছেন ম্যাচ সেরা। পূত্রের এই নায়কোচিত পারফরম্যান্সের পর স্টোকসের বাবা নিউজিল্যান্ডের সাবেক রাগবি খেলোয়াড় জেরার্ড স্টোকস বললেন, তিনিই সম্ভবত এখন নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃনিত বাবা।

গতকাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাকে দুই একজন বলেছে আমি নাকি এই মুহূর্তে আমার দেশের সবচেয়ে ঘৃনিত ও অপছন্দনীয় বাবা। যদিও আমি মনে করি ওরা এটা মজা করেই বলেছে।’

এদিকে ইংল্যান্ডে রাগবি কোচের হওয়ার সুবাদে স্ব-পরিবারে ইংল্যান্ড পাড়ি জমান জেরার্ড স্টোকস। তাই ইংল্যান্ডে বেড়ে ওঠা বেন স্টোকসের। পরে ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে সুযোগও পেয়ে যান বেন স্টোকস। ঘরের টিভিতে বসে ফাইনাল ম্যাচটি সবার চেয়ে বেশি উপভোগ করেছেন বলেন জেরার্ড স্টোকস।

সংবাদিকদের জেরার্ড স্টোকস আরো বলেন, ‘টিভিতে ম্যাচ দেখতে বসে নিজের ছেলের অসাধারণ পারফরম্যান্স করতে দেখাটা একটা ভিন্নরকম অনুভূতি। আমরাই সম্ভবত দুই পক্ষের মধ্যে সবচেয়ে বেশি উপভোগ করতে পেরেছি। আমি মনে করি এই ম্যাচ এরই মধ্যে একদিনের ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে