মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ০৮:৫৬:১৩

ধোনির নেতৃত্বে কলকাতার হয়ে খেলতে চান সাইফুদ্দিন

ধোনির নেতৃত্বে কলকাতার হয়ে খেলতে চান সাইফুদ্দিন

স্পোর্টস ডেস্ক: ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ধোনির আদর্শ বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনেরও। ধোনির নেতৃত্বে খেলতেও চান বাংলাদেশি এই অলরাউন্ডার। বিশ্বকাপ ফাইনালের আগের দিন কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন সাইফুদ্দিন।

তিনি বলেন, ‘ধোনি কেন অধিনায়ক হিসেবে এত সফল, তা জানার চেষ্টা করতাম ছোটবেলা থেকেই। বুঝতাম, উইকেটের পিছনে দাঁড়িয়ে আঙুল ও হাতের মাধ্যমে বোলারকে কিছু একটা নির্দেশ দেন। ভারতের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রত্যেক বলের আগে এক বার করে ধোনির দিকে তাকাতাম। লক্ষ্য করতাম হাত দিয়ে ঠিক কি ইশারা দিচ্ছেন তিনি!’

ছোটবেলা থেকেই ধোনির অধিনায়কত্ব দেখে কিছু ধরতে পারলেন কি না সাইফুদ্দিন, এমন প্রশ্নের জবাবে আনন্দবাজারকে তিনি বলেন, ‘অবশ্যই। হার্দিক বল করার সময় ধোনিকে দেখছিলাম বারবার বুকে হাত দিচ্ছে। তার পরের বলটিই বাউন্সার করছে হার্দিক। তখনই বুঝলাম, এটা বাউন্সারের নির্দেশ। কখনও দেখছিলাম বুমরাকে পায়ের দিকে আঙুল দেখাচ্ছে। পরের বলেই ইয়র্কার ধেয়ে আসছে। এ ভাবেই একাধিক ইঙ্গিত দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে ধোনি।’

ধোনি খেলেন ভারতের জাতীয় দলে, অন্যদিকে সাইফুদ্দিন খেলেন বাংলাদেশের হয়ে। আইপিএল ছাড়া অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও ধোনিকে দেখা যায় না। বাংলাদেশের এই তরুণের যদি ধোনির নেতৃত্বে খেলতে হয়, তাহলে সুযোগ পেতে হবে আইপিএলে। আর তা যদি সত্যিই হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন সাইফুদ্দিনই। আর যদি ধোনির দল চেন্নাইয়ে সম্ভব না হয়, তাহলে আইপিএলে তিনি খেলতে চান প্রিয় শহর কলকাতার হয়ে।

সাইফুদ্দিন আরও বলেন, ‘সব চেয়ে খুশি হব ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পেলে। তা না হলে আমার প্রিয় শহর কলকাতার হয়ে খেলতে চাই। সাকিব ভাইয়ের মতোই ওপার বাংলার ভালবাসাও কুড়িয়ে নিতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে