মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ১১:৩১:৫৮

আবারো অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান

আবারো অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শেষ হতেই হালনাগাদ করা হল আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং। সেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে বিশ্বকাপে ভালো করা ক্রিকেটারদের। আবারো অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন সাকিব আল হাসান।

এদিকে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকসের চেয়ে ৯০ পয়েন্টে এগিয়ে ছিলেন সাকিব। ইংল্যান্ডে বিশ্বকাপ জিতিয়ে স্টোকস সেই ব্যবধান কমিয়ে আনলেন ৮৭-তে। সাকিবের পয়েন্ট এখনো যথারীতি ৪০৬। ৩১৬ থেকে বেড়ে স্টোকসের পয়েন্ট এখন ৩১৯। র‌্যাঙ্কিংয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অপরিবর্তীত রয়েছে।

এদিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা আছেন ঠিক পরের অবস্থানে। পাকিস্তানের বাবর আজম তৃতীয়, চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে আছেন কিউই ব্যাটসম্যান রস টেলর। কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, জো রুট, কুইন্টন ডি কক ও জেসন রয় য়থাক্রমে পাঁচ, ছয়, সাত, আট, নয় ও দশ নম্বরে আছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে