বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ০১:২৬:২৮

স্থগিত নিউজিল্যান্ডের উৎসব, জানা গেল আসল কারণ

স্থগিত নিউজিল্যান্ডের উৎসব, জানা গেল আসল কারণ

স্পোর্টস ডেস্ক: গত রবিবার অল্পের জন্য বিশ্বকাপ ঘরে তোলা হয়নি নিউজিল্যান্ডের। রানার্স হলেও ক্রিকেটবিশ্বের মন জিতে নিয়েছে কিউইরা। কথা ছিল, দেশে ফেরার পরে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে। কিউই তারকাদের নিয়ে উৎসব হবে। কিন্তু, তা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড।

এদিকে কারণ হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ‘চিফ একজিকিউটিভ’ ডেভিড হোয়াইট জানান, বিশ্বকাপের পরে সব ক্রিকেটাররা এক সঙ্গে দেশে ফিরবেন না। অনেকে ছুটি কাটাতে চলে যাবেন। তাই, সবাইকে একসঙ্গে পাওয়া যাবে না। সেই কারণেই এই অনুষ্ঠান এখনই করা সম্ভব হচ্ছে না।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জেতার পরে বাসে করে ঘোরানো হয়েছিল ক্রিকেটারদের। আট বছর আগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে উৎসব হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিদের নিয়ে। ফুটবল বিশ্বে এই দৃশ্য খুবই পরিচিত।

তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউরো বা বিশ্বকাপ জেতার পরে বাস প্যারেডের মাধ্যমে উৎসবে মেতে উঠতে দেখা যায় ফুটবলারদের। ক্রিকেটবিশ্বে এই ঘটনা নতুন। হোয়াইট আরও বলেন, ‘এখন না হলেও আমরা আশা করছি কয়েকদিন পরে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে