বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ০৮:০৪:১৩

ভারতীয় দলে কোচের দৌড়ে এগিয়ে যে পাঁচ জন? চমক একাধিক নামে!

ভারতীয় দলে কোচের দৌড়ে এগিয়ে যে পাঁচ জন? চমক একাধিক নামে!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী জমানা অতীত। এবার নতুন কোচ খোঁজার বার্তা দিয়েছে ভারতীয় বোর্ড ইতিমধ্যেই। বুধবারেই জানিয়ে দেওয়া হয়েছে, কপিল দেবের নেতৃত্বে ক্রিকেটের অ্যাডভাইসারি কমিটি এবার খুঁজে নেবে নতুন কোচ। 

বাকি সাপোর্ট স্টাফদের বাছাই করবেন স্বয়ং বোর্ডের সিইও রাহুল জহুরি। এতদিন সাধারণত, হেড কোচই তার সহকারি কিংবা সাপোর্ট স্টাফ বেছে নিতেন। তবে শাস্ত্রী জমানা পতনের সঙ্গে সঙ্গে অতীত হয়ে যাচ্ছে এই রীতিও। কিন্তু কে হতে পারেন ভারতের পরবর্তী কোচ? 

সোশ্যাল মিডিয়া ও একাধিক সংবাদমাধ্যমে ইতিমধ্যেই কয়েকটি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। দেখে নেওয়া যাক, সেই নাম পরপর-

টম মুডি : ভারতীয় ক্রিকেটে টম মুডি বেশ পরিচিত নাম। সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন ২০১২ সাল থেকে। এর মধ্যে ২০১৫ সালে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। এই বছরেও তিনি দলকে প্লে অফে তুলেছিলেন। যদি তিনি দায়িত্ব পান, তাহলে সেই চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। এর আগে একাধিকভাবে ভারতের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুডি।

বীরেন্দ্র শেওয়াগ : ২০১৭ সালে অনিল কুম্বলের মেয়াদ শেষ হওয়ার পরে শেওয়াগ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত বিধ্বংসী ওপেনারের ভাগ্যে শিঁকে ছেড়েনি। যদিও কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টর হিসেবে নিজের কোচিং কেরিয়ারের শুরুয়াত তিনি করে ফেলেছেন আগে।

ট্রেভর বেইলিস : ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন তিনি। বেইলিস শাস্ত্রীর কাছ থেকে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একদম উপযুক্ত ব্যক্তি ছিলেন। যদিও তিনি ইতিমধ্যেই কেকেআরের দায়িত্ব নিয়ে ফেলেছেন আগামী মরশুমের জন্য।

গ্যারি কার্স্টেন : ২০১১ সালে শেষবার ভারতকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা কোচ গ্যারি কার্স্টেন ভারতীয় ক্রিকেটে ফিরতে মরিয়া। মহিলা জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদনপত্রও জমা দিয়েছিলেন তিনি। যদিও সেই সময় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে এক দলের সঙ্গে যুক্ত থাকায় স্বার্থ সংঘাতের ইস্যুতে চাকরি পাননি। তবে ফের একবার ভারতীয় ক্রিকেটের আঙিনায় কার্স্টেনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

মাহেলা জয়বর্ধনে : বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটকে এই মুহূর্তে সঠিক দিশায় পথ দেখানোর বিষয়ে সবথেকে যোগ্য ব্যক্তি মাহেলা জয়বর্ধনে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে শেষ তিন বছর যুক্ত কোচ হিসেবে। এর মধ্যে দু-বারই চ্যাম্পিয়ন মুম্বাই। 

পাশাপাশি, বিশ্বকাপেও শ্রীলঙ্কার জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত ছিলেন তিনি। টেম্পারমেন্ট, প্রাক্তন তারকা ব্যাটসম্যান হিসেবে যেকোনও পরিস্থিতির অনুধাবন করা, অভিজ্ঞতা এবং চাপ সামলানোর অবিশ্বাস্য দক্ষতায় জয়বর্ধনে ভারতের কোচ হতেই পারেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে