শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯, ০১:২১:৪৬

সব ধরনের ক্রিকেট থেকে জিম্বাবুয়েকে বহিষ্কার করলো আইসিসি

সব ধরনের ক্রিকেট থেকে জিম্বাবুয়েকে বহিষ্কার করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক : দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অবশেষে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে বহিষ্কার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আজ বৃহস্পতিবার লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বার্ষিক সভায় এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এই সমস্যা থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদী আইসিসি। বহিষ্কারের পাশাপাশি আইসিসি থেকে কোনো অর্থ সহযোগিতাও পাবে না জিম্বাবুয়ে।

এ প্রসঙ্গে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমরা সদস্য পদ বাতিল করার ব্যাপারটিকে হালকাভাবে নিচ্ছি না। আমরা চাই খেলাধুলাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে।’

তিনি বলেন, ‘জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসির সংবিধানের গুরুতর লঙ্ঘন এবং আমরা এটি মানতে পারব না। আইসিসি চায় জিম্বাবুয়ের ক্রিকেট আগের জায়গায় ফিরুক, তাতে অবশ্যই আমাদের নিয়ম মেনে চলতে হবে।’

আইসিসি তাদের অফিসিয়াল ওযেবসাইটে জানিয়েছে, স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য একটি প্রক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। এমনকি তা নিশ্চিত করার জন্য সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

শুধু বহিষ্কারই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতাও। এমনকি আইসিসির কোনো ইভেন্টে অংশগ্রহণও করতে পারবে না দলটি। ফলে অক্টোবরে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার নিয়েও বিপদে পড়েছে জিম্বাবুয়ে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে