শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯, ১০:২৪:৫২

১০৮ রানের বিশাল জয়ে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যুব টাইগারদের দুর্দান্ত সূচনা

১০৮ রানের বিশাল জয়ে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যুব টাইগারদের দুর্দান্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : ১০৮ রানের বিশাল জয়ে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যুব টাইগারদের দুর্দান্ত সূচনা। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরুর পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইয়াং লায়নস একাদশে ১০৮ রানে হারিয়ে দারুন সূচনা করেছে বাংলাদেশ অ-১৯ দল।

ব্রকিংটন গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ছোট ছোট পার্টনারশিপে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হেরে ২৫৯ রানের পুঁজি গড়ে যুব টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন শাহাদাত হোসাইন। ইয়াং লায়ন্সের হয়ে ৩ টি করে উইকেট নেন ডোনেথি ও ব্রোকস।

জবাবে ব্যাট করতে নেমে তানজিদ-মৃতঞ্জয়দের বোলিংতোপে ১ রানেই তিন উইকেট হারায় ধুঁকতে থাকেন ইয়াং লায়নস। শেষ পর্যন্ত ৩৯,২ ওভারে ১৫১ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ডোনেথি।

বাংলাদেশের হয়ে তানজিদ হাসান সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়াও ২ টি করে উইকেট নেন মৃতঞ্জয় চৌধুরী, শাহিন আলম ও অভিষেক দাস। উল্লেখ্য, স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের অ-১৯ ক্রিকেটারদের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২১ জুলাই। নিজেদের প্রথম ম্যাচে ২২ জুলাই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে