শনিবার, ২০ জুলাই, ২০১৯, ০১:৫০:৪৮

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে যা বললেন অধিনায়ক তামিম ইকবাল

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে যা বললেন অধিনায়ক তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ দেশ ছাড়বে জাতীয় দলের দশ ক্রিকেটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর পৌনে একটায় দেশ ছাড়বে তারা। বর্তমানে বিমানবন্দরে অবস্হান করছেন তারা। এই সময় দলের দায়িত্ব পাওয়া অধিনায়ক তামিম ইকবাল সাংবাদিকদের সাথে কথা বলেছেন।

হঠাৎই কাল খবর আসলো অনুশীলনে চোট পেয়ে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। দলের নেতৃত্ব পাওয়া সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,‘বোর্ড আমার ওপর যে দায়িত্ব দিয়েছে তা আমি সঠিকভাবে পালন করতে চাই। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো আমার দায়িত্ব পালনের।’

বিশ্বকাপের পর টাইগারদের প্রথম সিরিজ। আর এই সিরিজে থাকছেন না অনেক সিনিয়র ক্রিকেটার। এমতাবস্থায় কেমন পারফর্ম করবে বাংলাদেশ? তামিমের জবাব,‘ বিশ্বকাপের পর সিরিজটা গুরুত্বপূর্ণ, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ইনজুরিতে পড়ায় কাজটা কঠিন হবে, তবে শ্রীলঙ্কায় আমাদের অতীত রেকর্ড বেশ ভালো, আশা করি এবারও ভালো হবে। সিনিয়র ক্রিকেটাররা অনেকেই নেই। এটি মেনে নিয়েই খেলতে হবে। যারা দলে আছে এটা তাদের জন্য অনেক বড় সুযোগ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে