শনিবার, ২০ জুলাই, ২০১৯, ০৮:৪৪:৪৯

নিরাপদেই শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

নিরাপদেই শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কার কলম্বোতে পা রেখেছে বাংলাদেশ দল। আজ (শনিবার) দুপুর ১টায় কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা দেয় টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে গিয়ে পৌঁছেছেন তামিম-মুশফিকরা।

তবে প্রথম যাত্রায় পুরো দল একসঙ্গে যেতে পারেনি। চোটের কারণে মাশরাফি বিন মর্তুজা আর মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে পড়ায় ১৪ সদস্যের দলে ২টি পরিবর্তন আনতে হয়েছে। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

তামিমের সঙ্গে যায়নি পুরো দল। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ সদস্যের মধ্যে অর্ধেক (৭ জন) পৌঁছেছেন কলম্বোয়। তারা হলেন-অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে খেলে যাবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। আগামীকাল (রোববার) একাই যাবেন রুবেল হোসেন। ভারত থেকে মিনি রঞ্জি খেলে দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে