সোমবার, ২২ জুলাই, ২০১৯, ১২:৪৯:২৫

আইসিসির হয়ে খেলবেন জাহানারা-ফারজানা

আইসিসির হয়ে খেলবেন জাহানারা-ফারজানা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারী ক্রিকেটের আইকন হয়ে বিশ্ব মাতাচ্ছেন জাহানারা আলম। আন্তর্জাতিক এবং বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি চমক দেখিয়ে যাচ্ছেন। 

অন্যদিকে ব্যাট হাতে ধারাবাহিক ভালো করে যাচ্ছেন ফারজানা হক। এই দুজনকেই এবার আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ আটের বাইরের দেশগুলোর সেরা খেলোয়াড়দের নিয়ে এই দল গঠন করা হয়েছে। 

১০ দিনের সফরে ইংল্যান্ড সুপার লিগের বিভিন্ন দলের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে আইসিসি ডেভেলপমেন্ট দলের। আইসিসির দলের হয়ে খেলতে ২৫ তারিখ রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার।

জাহানারা এবং ফারজানা দুজনেই ৮ বছর ধরে জাতীয় দলে খেলছেন। এর মধ্যে গত বছর এশিয়া কাপে ভারতকে হারিয়ে দেশকে প্রথম শিরোপা এনে দেওয়ার পেছনের নায়িকা ছিলেন অল-রাউন্ডার জাহানারা। 

গত মার্চে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে চমক দেখিয়েছিলেন। অন্যদিকে ৩৫ ম্যাচে ১৯.৯৩ গড়ে ৬৩৮ রানের মালিক ফারজানাও জাতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে