সোমবার, ২২ জুলাই, ২০১৯, ০৬:৩৯:১৮

পাকিস্তান ক্রিকেট দলকে 'জাতে' তুলবেন ইমরান খান

পাকিস্তান ক্রিকেট দলকে 'জাতে' তুলবেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান ১৯৯২-এর বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন। তারই নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জয়ের স্বাদ লাভ করে।

তিনি বর্তমানে দেশের সবচেয়ে বড় দায়িত্বে থাকেলও জাতীয় দলের এই বেহালদশা বাড়তি মনোযোগ পাচ্ছে তার কাছেও। সম্প্রতি তিনি বলেছেন, পাকিস্তান দলকে দ্রুতই লাইনে আনবেন।

তিনি গত রবিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ক্রিকেটের ব্যাপারে কথা বলেন। এবং সেই অনুষ্ঠানে তিনি প্রতিজ্ঞা করে বলেন, আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, যেখানে ক্রিকেট খেলতে শিখেছিলাম। আমরা সেখান থেকে ফিরে অন্য খেলোয়াড়দের মান আরেক ধাপ উপরে তুলে নিয়েছিলাম। বিশ্বকাপের পর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পাকিস্তান ক্রিকেট দলকে ঠিক করবো।

ইমরান খান বলেন, পরের বিশ্বকাপে আপনারা যে পাকিস্তান দলটিকে দেখবেন, কথা দিচ্ছি সেই দলটা পেশাদার হবে। আমরা প্রক্রিয়াটা ঠিক করবো, যার মাধ্যমে সেরা প্রতিভার খেলোয়াড়রা উঠে আসতে পারবে। তিনি চান ধাপে ধাপে যেমন এগোতে চান, আর চান ফলটা চার বছর পরের বিশ্বকাপে দেখাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে