মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ১১:৪২:২৫

দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদের দুর্দান্ত শুরু

  দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদের দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক : মূল সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল হাতে প্রস্তুতির শুরুটা দুর্দান্ত করেছেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। ফলে আগে ফিল্ডিং করতে নামতে হয় বাংলাদেশকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক নিরোশান ডিকভেলার উইকেট হারায় শ্রীলঙ্কা। ওভারের তৃতীয় বলে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রুবেল হোসেন।

দ্বিতীয় উইকেটে গুছিয়ে নেয়ার ইঙ্গিত দিচ্ছিলেন দানুশকা গুনাথিলাকা ও ওশাদা ফার্নান্দো। তবে সপ্তম ওভারের শেষ বলে ওশাদাকে মোসাদ্দেক সৈকতের হাতে ক্যাচ বানিয়ে সে সম্ভাবনা শেষ করে দেন রুবেল। ওশাদার ব্যাট থেকে আসে ১৪ বলে ২ রান।

পরের ওভারেই নিজের প্রথম উইকেট নেন তাসকিন আহমেদ। ইতিবাচক শুরু করা গুনাথিলাকাও ক্যাচ তুলে দেন মোসাদ্দেকের হাতে। আউট হওয়ার আগে ৫ চারের মারে ২৭ বলে ২৬ রান করেন তিনি। মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারানো দলকে কক্ষে ফেরানোর লক্ষ্যে জুটি বেঁধেছেন ভানুকা রাজাপাকশে ও শেহান জয়সুরিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে