বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ০১:০৩:১১

বিপিএলে নতুন দলে মাহমুদুল্লাহ

বিপিএলে নতুন দলে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: এর আগের আসরে খুলনাতে ছিলেন মাহমুদল্লাহ রিয়াদ। কম বাজেটের দল নিয়েও খুলনাকে আশা দেখিয়েছিলেন রিয়াদ। তবে এবার তাকে ছেড়ে দিয়ে তামিমকে নিতে যাচ্ছে দলটি।

তাই খুলনাতে তার না থাকাটা নিশ্চিত হইয়ে গিয়েছে। এমন অবস্থায় আরেকটি সংশয় রয়েছে চিটাগাং ভাইকিংসের বিপিএলে অংশগ্রহণ নিয়ে।

আগামী আসরে তারা অংশ নিচ্ছে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। শোনা গেছে এবার দল গঠন করবে না তারা। গত আসরের মতো জল ঘোলা করে চিটাগং ভাইকিংস যদি এবারও বিপিএলে অংশ নেয়, তাহলে এই দলটিই হতে পারে মাহমুদউল্লাহর ঠিকানা।

চিটাগং যদি বিপিএল অংশ না নেয়, সেক্ষেত্রে দল নেমে আসবে ছয়ে। আইকন ক্রিকেটার থেকে যাবে সাতজনই। এমন হলে মাহমুদউল্লাহর ভাগ্য কীভাবে নির্ধারণ করবে বিপিএল গভর্নিং বডি?

এমন অবস্থায় কি বিপিএলের আইকন সংখ্যায় পরিবর্তন আনবে সংশ্লিষ্টরা? নাকি রাজশাহী কিংস বা সিলেট সিক্সার্স হবে মাহমুদউল্লাহর ঠিকানা? তবে রাজশাহীর আইকন হিসেবে আছেন মোস্তাফিজ, আর সিলেটের আইকন হিসেবে থাকছেন লিটন দাস। তাই যদি শেষ মূহুর্তে চিটাগং আসে তাহলে শেষ মূহুর্তে চিটাগংয়ে খেলতে পারেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে