বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ১২:৫৮:১৫

একাই ৩ উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামান বাংলাদেশের এই স্পিনার

একাই ৩ উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামান বাংলাদেশের এই স্পিনার

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে আফগানিস্তান ‘এ’ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে সফরকারীরা। আবু জায়েদ রাহীর হাত ধরে আসে এ সাফল্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়ে সম্ভব হয়নি ম্যাচ শুরু করা। ভেজা আউটফিল্ডের জন্য প্রায় দুই ঘন্টা পর শুরু হওয়া ম্যাচে টস জিতে স্বাগতিকরা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইমরুল কায়েস।

এরপর ম্যাচের দ্বিতীয় বলেই স্বাগতিকদের সাফল্যর মুখ দেখান ডানহাতি পেসার আবু জায়েদ রাহী। রহমানউল্লাহ গুরবাজকে লেগ-বিফোর করে সফরকারীদের ইনিংসে প্রথম আঘাত হানেন তিনি। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই উইকেট হারিয়ে বসে দলটি।

এরপর পঞ্চম ওভারেই আবারো আঘাত হানেন আবু জায়েদ রাহী, উসমান গনিকে জাকের আলীর ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান রাহী। আউট হওয়ার ১২ রান করে গেছেন তিনি।

রাহীর পর আফগান সিবিরে আঘাত হানেন অফ স্পিনার মেহদী হাসান, একাই ৩ উইকেট তুলে নিয়ে আফগান শিবিরে ধস নামান এই স্পিনার। ওপেনার ইব্রাহিম জারদান ২৫ রান করে লেগ বিফরের ফাদে পড়েন। সাহিদুল্লাহ ৮ রান করে ক্যাচ আউট হয়েছেন, হিট উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ২ রান করা নাসির জামাল। এ প্রতিবেদন লেখার সময় ২১ ওভার শেষে আফগানিস্তান ‘এ’ দলের সংগ্রহ ৫ উইকেটে ৭৬ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে