বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ০২:২১:২০

বাংলাদেশের বোলিং তোপে টাইগারদের টার্গেট মাত্র ১২৩ রান

 বাংলাদেশের বোলিং তোপে টাইগারদের টার্গেট মাত্র ১২৩ রান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ দল এবং আফগানিস্তান এ দলের মধ্যকার তৃতীয় একদিনের ম্যাচে আজ মাঠে নেমেছে দুই দল। আর এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯:৩০ মিনিটে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান এ দল বাংলাদেশের বোলিং তোপে মাত্র ১২২ রানেই গুটিয়ে গেছে।

এই ম্যাচে সফকারীদের উপর বোলিং তান্ডব চালায় আবু জায়েদ রাহী ও মেহেদী হাসান। রাহী ৪টি ও মেহেদী তিনটি উইকেট তুলে নেন। আফগানিস্তানের উইকেট পতন শুরু হয় দলীয় ১ রানের মাথায়। আবু জায়েদ রাহীর বলে আউট হন ওপেনার গুরবাজ (০)। এরপর দলীয় ২৫ রানের মাথায় আউট হয় তিন নম্বরে নামা উসমান গনি। তিনিও শিকার হন রাহীর।

বিপদে পড়া আফগানিস্তানকে টেনে তুলতে পারেনি পরের ব্যাটসম্যানরাও। ৩৪ রানের মাথায় আউট হন চারে নামা শাহিদুল্লাহ। ৮ রান করে মেহেদীর বলে আউট হন তিনি। দলীয় ৪০ রানের মাথায় ফের মেহেদীর বলে আউট হন নাসির জামাল। ২ রান করেন তিনি। আর বাংলাদেশকে প্রথম দুটি ম্যাচেই ভোগানো ইব্রাহিম জাদরানকে আউট করে খুটিটা ভেঙে দেন সেই মেহেদী। তিনি করেন ২৫ রান।

এরপর আঘাত হানেন আবু হায়দার। দলীয় ৮০ রানের মাথায় তিনি তুলে নেন রাসুলির উইকেট। আবু হায়দারের পর আঘাত হানেন নাজমুল ইসলাম। করিম জান্নাতকে দলীয় ৮৬ রানের মাথায় ফেরত পাঠান তিনি।

এরপর আবু জায়েদ রাহীর জোড়া আঘাত। আর দুই আঘাতের মাঝে নাজমুলের রান আউট। সব মিলিয়ে মাত্র ১২২ রানেই শেষ হয়ে যা আফগানিস্তানের ইনিংস।

সিরিজে দুটি ম্যাচ শেষ হয়েছে। এই দুটি ম্যাচেই আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ এ দল। যদিও নামে এ দল হলেও বাংলাদেশের একাদশে ছিল জাতীয় দলেরই সব তারকারা। কিন্তু তারপরও হেরেছে তারা। আজ তৃতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। এই ম্যাচে হারলেই সিরিজ পরাজয় নিশ্চিত হবে টাইগারদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে